নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ২০১০ পরবর্তী ওবিসি সার্টিফিকেটকে সার-এ বৈধ পরিচয়পত্র হিসেবে বাতিল করেছে

কলকাতা, ২ জানুয়ারি : নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, ২০১০ সালের পর পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অন্য ওবিসি সার্টিফিকেটগুলোকে নির্বাচনী তালিকায় দাবি এবং আপত্তির শুনানির সময় বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে না।

এই পদক্ষেপটি ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের পর নেওয়া হয়েছে, যেখানে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ১১৩টি সম্প্রদায়ের জন্য দেওয়া ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়। আদালত জানিয়েছে যে, এই সার্টিফিকেটগুলির শ্রেণীবদ্ধকরণের প্রক্রিয়াতে কিছু অসামঞ্জস্য ছিল, এবং সার্টিফিকেটগুলির বৈধতা নেই বলে রায় দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের পর, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অফিসার সকল জেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা জারি করেছেন, যেখানে বলা হয়েছে যে, ২০১০ পরবর্তী ওবিসি সার্টিফিকেটগুলো চলমান বিশেষ তাত্ক্ষণিক সংশোধন প্রক্রিয়ার আওতায় নির্বাচনী তালিকার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানায় যে, যদিও ওবিসি সম্প্রদায়ের সদস্যরা ভোটার হিসেবে যোগ্য, তাদের ২০১০ পরবর্তী সার্টিফিকেট নির্বাচনীয় বিষয়ক পরিচয় বা সম্প্রদায়গত অবস্থান হিসেবে গণ্য হবে না।

Leave a Reply