আগরতলা, ২ জানুয়ারি: বিশালগড় শহরে গভীররাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাজার এলাকায় দায়িত্বরত এক নাইট গার্ডকে ধাক্কা মেরে একটি গাড়ি সোজা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হন নাইট গার্ড হরি চন্দ্র দাস(৭২)।
ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হরি চন্দ্র দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
এদিকে দুর্ঘটনার পর বিশালগড় থানার পুলিশ গাড়ি সহ চালক সুমন ঋষি দাসকে আটক করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, চালকের গাফিলতি নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

