নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর:
আবহাওয়ার পূর্বাভাসকে যথাযথ করে প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধের আগাম ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার উপস্থিতিতে রাজ্য সরকারের রাজস্ব দপ্তর এবং পূর্ত (জল সম্পদ) দপ্তরের সঙ্গে ভারতের আবহাওয়া দপ্তরের দু’টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে ভারতের আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ড. মৃতুঞ্জয় মহাপাত্র এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ায় আবহাওয়ার সঠিক পূর্বাভাস পাওয়ার লক্ষ্যে ডপলার ওয়েদার র্যাডার (ডিডব্লিউআর) বসানো হবে। এজন্য রাজ্য সরকার ০.২২ একর জমি বিনামূল্যে প্রদান করেছে। এই মেশিনটি বসানো হলে ঝড়, বৃষ্টিপাত, শৈত্য প্রবাহ ইত্যাদি আবহাওয়া সংক্রান্ত তথ্যাদি আরও যথাযথভাবে পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই এতে যেকোন ধরণের প্রাকৃতিক বিপর্যয় আরও যথাযথভাবে মোকাবিলা করা যাবে।
ড. মহাপাত্র জানান, ডিডব্লিউআর বিলোনীয়ায় বসানো হলে শুধুমাত্র ত্রিপুরাই নয় পার্শবর্তী রাজ্য মিজোরাম, মণিপুর এবং আসামও উপকৃত হবে। ডিডব্লিউআর বসানো ছাড়াও পূর্ত (পানীয়জল ও স্বাস্থ্যবিধি) দপ্তরের অধীনে থাকা ৩টি অটোমেটেড ওয়েদার স্টেশন (এডব্লিউএস) যথাযথ রক্ষণাবেক্ষণ করার লক্ষ্যে ভারতীয় আবহাওয়া দপ্তরের হাতে (আইএমডি) হস্তান্তর করা সম্পর্কিত চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়েছে। আইএমডি’র বিশেষজ্ঞরা এগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন। আইএমডি’র হাতে যাওয়ার পর এডব্লিউএসগুলি ন্যাশন্যাল গ্রিডের সঙ্গে যুক্ত হবে। এতে বন্যা মোকাবিলার কাজটি আরও অনেক সহজতর হবে।
ড. মহাপাত্র জানান, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ব্লক ও পঞ্চায়েত পর্যায়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার প্রচেষ্টা চলছে। চেষ্টা চলছে পঞ্চায়েতভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া। বিলোনীয়াতে নতুন র্যাডার স্টেশন স্থাপন হলে ছোট ছোট এলাকাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দিতে সুবিধা হবে। এই দু’টি চুক্তির ফলে দিনে এক ঘণ্টা, তিন ঘণ্টা, ছয় ঘন্টা পর পর ১০ দিন পর্যন্ত আগাম পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা সম্ভব হবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল, ট্রান্সপোর্ট, এগ্রিকালচার সহ প্রতিটি সেক্টরে আগাম পূর্বাবাস দেওয়া হচ্ছে। রাজ্যে মোট ২৮টি অটোমেটড ওয়েদার স্টেশন রয়েছে। আরও ১৪টি করার সম্ভাবনা রয়েছে।
সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে বলেন, বিলোনীয়াতে নতুন ডপলার ওয়েদার র্যাডার স্টেশন স্থাপনের জন্য এক চুক্তির মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে ভারতের আবহাওয়া দপ্তরকে ০.২২ একর জমি হস্তান্তর করা হয়। এছাড়াও গোমতী জেলা, খোয়াই জেলা, ধলাই জেলায় তিনটি অটোমেটড ওয়েদার র্যাডার স্টেশন হস্তান্তরকরণ চুক্তির ফলে ডাটা ন্যাশনালাইজ করতে ও ভালো ব্যবস্থপনার সুবিধা হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবহাওয়া দপ্তরের র্যাডার প্রজেক্ট হেড সোমা সেন রায়, রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব অরুণ কুমার রায়, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রজেক্ট অফিসার ড. শরৎ কুমার দাস প্রমুখ।

