দিল্লি, ৩০ ডিসেম্বর: উত্তরাখণ্ডের সব সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে ছাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা আগামী বছরের ৮ই মার্চের মধ্যে নিশ্চিত করা হবে। এই সংক্রান্তে আজ সচিবদের কমিটির বৈঠকে রাজ্যের মুখ্য সচিব আনন্দ বর্ধন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। বৈঠকে সব জেলা ম্যাজিস্ট্রেটরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, যে সমস্ত স্কুলে শৌচালয় রয়েছে, সেখানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। তিনি বলেন, “বেশিরভাগ স্কুলে শৌচালয় রয়েছে, তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না।”
শিক্ষা বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে, যাতে তারা রাজ্যের সব সরকারি স্কুলে শৌচালয়ের স্থাপনা এবং কার্যকর পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করে।

