আগরতলা, ৩০ ডিসেম্বর: কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত নেতাজি পল্লীর তিন নম্বর গলির প্রবেশমুখে অবস্থিত বেইলি ব্রিজটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিদিন এই ব্রিজ দিয়েই পথচারী, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও যানবাহন চলাচল করায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির লোহার কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং বেশ কিছু অংশে ফাঁটল দেখা দিয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবুও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকা দিয়ে চলাফেরা করছেন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হোক। পাশাপাশি, দুর্ঘটনা এড়াতে আপাতত সতর্কতামূলক ব্যবস্থা ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপেরও দাবি উঠেছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

