রাজ্যে এলো প্রয়াত বিশ্ববন্ধু সেনের মরদেহ

আগরতলা, ২৭ ডিসেম্বর: আজ দুপুরে প্রয়াত বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মরদেহ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছালো। এদিন বিমানবন্দরে গেলে মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।

তাঁকে এমবিবি বিমান বন্দর থেকে প্রথমে নেওয়া হবে বিধানসভা ভবনে। সেখানে মন্ত্রী,বিধায়ক সহ অন্যান্য কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন৷ তারপর তাঁকে বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। ধর্মনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট হঠাৎই তিনি আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে বহি:রাজ্যে নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল। তবে শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন তিনি। গতকাল রাত ৩ টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply