অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিবেদিত মনোবল ও সততার সঙ্গে নিজ দায়িত্ব পালন করেছিলেন: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ২৬ ডিসেম্বর: আজ ভোররাত্রে ৩:২০ মিনিটে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। অধ্যক্ষের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী বলেন, প্রয়াত বিশ্ববন্ধু আমার একান্ত আপনজন এবং রাজনৈতিক সহকর্মী ছিলেন। উনি আমার সমবয়সী ছিলেন। আশির দশক থেকে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের হয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করার সুবাদে আমরা একে অপরের খুব কাছাকাছি চলে আসি। শুধু উত্তর জেলাতেই নয়, সমগ্র রাজ্যেই আমরা এক সঙ্গে দলীয় কার্যসূচি নিয়ে কাজ করেছি। বিশ্ববন্ধু সেন ছিলেন একজন স্বনামখ্যাত সাংস্কৃতিক কর্মী। কবিতা, নাটক ও যাত্রা শিল্পে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আজ সহকর্মীর এই বিয়োগ সংবাদে মনটা ভীষণ ভারাক্রান্ত।”

তিনি বলেন জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী বিশ্ববন্ধু সেন ছাত্রজীবন থেকেই আন্দোলনে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি রাজ্যে দলের একজন দক্ষ নেতা হিসেবে উত্তরের সর্বত্র দলীয় সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন। তিনি জনদরদী নেতা ছিলেন, বিশেষ করে দীর্ঘ বাম জমানায় গরীব ও কর্মহীন যুব সম্প্রদায়ের পাশে থেকে তাদের মানসিক ও সামাজিক সহায়তা করেছেন।

বিদ্যুৎ মন্ত্রী জানান ২০০৮ সালে ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি বিধানসভায় প্রবেশ করেন। বিরোধী দলনেতা হিসেবে মন্ত্রী উল্লেখ করেন, বিশ্ববন্ধু সেন সংসদীয় ব্যবস্থাপনায় গভীর দক্ষতা অর্জন করে এক প্রতিবাদী ও গঠনমূলক কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে ২০১৩, ২০১৮ এবং ২০২৩ সালে তিনি আবারও ধর্মনগর থেকে নির্বাচিত হন। ২০২৩ সালে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়ে বিধানসভা কার্যক্রম প্রশংসনীয়ভাবে পরিচালনা করেন। গত ৫ই আগস্ট তিনি ধর্মনগরে নিজের বাড়িতে ফেরার পথে আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগরতলায় জরুরি চিকিৎসার পর ব্যাঙ্গালোরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। তবে আজ ভোররাত্রে তাঁর প্রয়াণ সংবাদ আসে।

তিনি আরো বলেন বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজ্য রাজনীতি একজন দক্ষ সংগঠক, মানবদরদী জননেতা ও অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্বকে হারাল। ব্যক্তিগতভাবে আমি হারালাম আমার এক প্রিয় বন্ধু ও সহযোদ্ধাকে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ঈশ্বর তাঁর বিদেহী আত্মার চিরশান্তি দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।

Leave a Reply