আগরতলা,২২ ডিসেম্বর : আগরতলা–দেওঘর এক্সপ্রেস থেকে জাল নোট পাচারের অভিযোগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক যুবককে গ্রেফতার করল জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি–এর এসওজি টিম রবিবার আগরতলা–দেওঘর এক্সপ্রেস (ডাউন) ট্রেনের জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করে।
ধৃতের নাম এমডি একরাম আনসারী (২৭)। তিনি বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার হাসানপুর এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে একাধিক সিম কার্ড, দুটি ব্যাঙ্ক পাসবুক, একটি চেকবুক, দুটি এটিএম কার্ড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, চারটি কালো প্যাকেটের মধ্যে উদ্ধার হয়েছে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের জাল নোট।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউজলপাইগুড়ি ও এসওজি টিম। জাল নোটের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

