যাত্রাপুরে যৌথ বাহিনীর বড়সড় অভিযান, ধ্বংস করা হল প্রায় ৭ হাজার গাঁজা গাছ

কাঠালিয়া, ১৪ ডিসেম্বর: রবিবার ভোর ছ’টা নাগাদ যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠ বর্ধনের নেতৃত্বে পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার ফলন্ত গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়। এই অভিযান চলতি মৌসুমে যাত্রাপুর থানা এলাকার পঞ্চদশতম গাঁজা-বিরোধী অভিযান বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাপুর থানা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উপজাতি অধ্যুষিত জগত রামপুর এলাকার দক্ষিণ তৈছমা কলোনি সংলগ্ন জঙ্গল এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। সেখানে ছয় থেকে সাতটি পৃথক প্লটে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। যৌথ বাহিনী ওই সব প্লটে গিয়ে গাঁজা গাছ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।অভিযানে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবলদের পাশাপাশি ১১ নম্বর টিএসআর বাহিনীর জওয়ানরা অংশ নেন। সর্বমোট প্রায় ২০ জনের একটি দল তিন ঘণ্টা ধরে নির্বিঘ্নে অভিযান চালায়।
কোনো রকম বাধা বা অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযান শেষে যৌথ বাহিনী নিরাপদে থানায় ফিরে আসে। এ প্রসঙ্গে একান্ত সাক্ষাতে যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠ বর্ধন জানান, অবৈধ গাঁজা চাষ নির্মূলে এই ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।