আগরতলা, ৪ ডিসেম্বর: করবুক মহকুমা শাসকের সরকারি বাসভবনে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে থালছড়া এলাকায়। ঘটনার পর তদন্তে নেমে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই পুলিশ চোর এবং স্বর্ণালঙ্কার ক্রেতাকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি হওয়া সমস্ত স্বর্ণালংকার উদ্ধার করেছে। এদিকে, প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বাড়িতেই যখন নিরাপত্তা ভেদ করে চোর ঢুকে পড়ে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের তৎপরতা নিয়ে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে করবুক মহকুমা শাসকের সরকারি বাসভবনে প্রহর জমাতিয়া নামে এক যুবক হানা দেয়। সে বাড়ির সমস্ত স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তে নেমে প্রহর জমাতিয়াকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার জবানবন্দির ভিত্তিতে অমরপুর বাজারের কৌশিকি স্বর্ণালঙ্কারের দোকানে হানা দেয়। তার কাছ থেকে চুরি যাওয়া সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করে এবং তাকেও আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের একাংশের দাবি, এত দ্রুত চোর ধরা পড়া এবং গয়না উদ্ধার হলেও পুরো ঘটনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। প্রশাসনিক প্রধানের বাড়িতে কীভাবে চুরি হলো, নিরাপত্তা ব্যর্থতার কারণ কী—এসব নিয়ে ইতিমধ্যেই এলাকায় আলোচনা শুরু হয়েছে।

