ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের বিশেষ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিশেষ বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কনফারেন্স হল-এ আয়োজিত বিশেষ বৈঠকে পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতি তো করেন কাউন্সিল সদস্য তথা বিশিষ্ট ক্রীড়া সংগঠক রতন সাহা। পর্ষদের অধিকাংশ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে এজেন্ডা অনুযায়ী মূলতঃ এফিলিয়েশন সংক্রান্ত ৯ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সবকটি ইভেন্টের অ্যাসোসিয়েশন কে স্পোর্টস কাউন্সিলের এফিলিয়েশন পর্যবেক্ষণ করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। এছাড়া, সংবিধান সংশোধন কমিটি গঠন করা হলেও তা জেনারেল বডি মিটিংয়ে বিষয়টার অনুমোদন নিয়ে নেওয়া হবে। কদিন আগে পোস্ট কাউন্সিলে গার্জিয়ানদের প্রবেশ করা ও আই কার্ড বিষয় নিয়ে পরবর্তী সময়ে আলোচনার টেবিলে তোলা হবে এবং কমপ্লেক্সের শৃঙ্খলা বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিভা অন্বেষণ মূলক কর্মকান্ডে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দারুন উদ্যোগ নিয়েছিল। তা পুরোপুরি সাফল্যমন্ডিত হয়েছে। পরবর্তী সময়ে কোচদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাপনা করে রাজ্যে ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের প্রতি লক্ষ্য রাখা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply