প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের নর্মদা নদীর তীরে ‘জনজাতীয় গৌরব দিবস’ অনুষ্ঠানে ভাষণ দিলেন

আহমেদাবাদ, ১৫ নভেম্বর : গুজরাটের নর্মদা নদীর তীরে ‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এক ঐতিহাসিক অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি বলেন, “জনজাতীয় গৌরব হাজার বছর ধরে ভারতের চেতনার অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতা আন্দোলনে জনজাতীয় সমাজের অবদান আমরা কখনো ভুলে যেতে পারি না।”

প্রধানমন্ত্রী মোদী নর্মদা তীরে অবস্থিত ভগবান বিরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “মা নর্মদার এই পবিত্র ভূমি আজ এক নতুন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে। ৩১ অক্টোবর এখানে আমরা সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী পালন করেছিলাম। আজ, ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপন করেই আমরা ভারত উৎসবের পূর্ণতা অর্জন করছি।”

প্রধানমন্ত্রী মোদী জানান, ২০২১ সালে সরকার প্রথমবারের মতো ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন শুরু করেছিল। তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামে জনজাতীয় সমাজের অবদান অমূল্য। যখনই দেশটির সম্মান, অহঙ্কার ও স্বরাজের কথা এসেছে, আমাদের আদিবাসী সমাজ সর্বাগ্রে দাঁড়িয়েছে।”

উন্নয়ন ও জনজাতীয় কল্যাণ সম্পর্কিত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “স্বাস্থ্য, সড়ক ও যোগাযোগ ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু হয়েছে। আমি গুজরাট এবং দেশের সকল জনজাতীয় পরিবারের জন্য এই সমস্ত উন্নয়ন কর্মসূচি ও কল্যাণ প্রকল্পের জন্য অভিনন্দন জানাই।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “২০১৪ সালের আগে কেউ বিরসা মুন্ডাকে স্মরণ করত না। শুধুমাত্র তাঁর আশেপাশের গ্রামগুলির লোকজনই জানত। আজ, সারা দেশে বহু জনজাতীয় মিউজিয়াম নির্মিত হচ্ছে। গোবিন্দ গুরু চেয়ার নামে একটি জনজাতীয় ভাষা সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে বিভিন্ন জনজাতির ভাষা, গান এবং গল্পগুলো সংরক্ষিত হবে।”

এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নর্মদা নদীর তীরে ভগবান বিরসা মুন্ডার প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করেন। ডেডিয়াপাডায় অনুষ্ঠিত ‘জনজাতীয় গৌরব দিবস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয়।