মায়ের ভরণপোষণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত বড় ভাই

আগরতলা, ১৩ নভেম্বর: মায়ের ভরণপোষণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ঘটনায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছোট ভাইয়ের হাতে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন বড় ভাই। অভিযুক্ত ছোট ভাই বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ী বিপুল দেবনাথ।

ঘটনার বিবরণে জানা যায়, গিরিবালা দেবনাথ(৯৫) এর দুই ছেলে। ছোট ছেলে বিপুল দেবনাথ ও বড় ছেলে বিদ্যাসাগর দেবনাথ(৭০)। অভিযোগ ছোট ভাই বিপুল দেবনাথ সমস্ত পিতৃসম্পত্তি ভোগ করছেন কিন্তু মায়ের ভরণপোষণ কিছুই দিচ্ছেন না। এর প্রতিবাদে মা গিরিবালা দেবনাথ আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে প্রতি মাসে বিপুল দেবনাথ কে মায়ের ভরণপোষণের জন্য টাকা দিতে হবে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে মায়ের ভরণপোষণের কোন দায়িত্বই নিচ্ছেন না ছোট ছেলে। সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন বড় ছেলে বিদ্যাসাগর দেবনাথ। তিনি পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছেন ছোট ভাই বিপুল দেবনাথ এর বিরুদ্ধে। আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বিপুল দেবনাথ।

অভিযোগ বুধবার রাত প্রায় নটা নাগাদ বড় ভাই বিদ্যাসাগর দেবনাথ এর বাড়িতে চড়াও হয়ে উনাকে এবং উনার স্ত্রী পুত্রকে বেধড়ক মারধর করেন ছোট ভাই বিপুল দেবনাথ। ঘটনায় রক্তাক্ত হয়েছেন বিদ্যাসাগর দেবনাথ। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ কে কেন্দ্র করে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষকে ঘিরে গোটা এলাকায় ছি ছি রব পড়েছে।