প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের ঊনকোটি দর্শন, সকলকে শৈবতীর্থ পরিদর্শনের আহ্বান

কৈলাশহর, ৯ নভেম্বরঃ
প্রথমবারের মতো ত্রিপুরার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক আজ পরিদর্শন করলেন ঐতিহাসিক শৈবতীর্থ ঊনকোটি। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এদিন ঊনকোটি পরিদর্শনে যান এবং সেখানে শিবমূর্তির সামনে পূজা ও প্রার্থনা করেন।

পরিদর্শনকালে প্রতিমা ভৌমিক বলেন, ঊনকোটি কেবল ত্রিপুরার নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের গর্ব। এটি এক অনন্য ঐতিহ্যবাহী ও ধর্মীয় পর্যটনকেন্দ্র।

তিনি সকলকে আহ্বান জানান, ঊনকোটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। সবাইকে তিনি আহবান করেন একবার অন্তত এই পবিত্র স্থানে দর্শনে আসতে।