ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট তামিলনাড়ু ও কেরালায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

পুদুচেরি, ৮ নভেম্বর : ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আগামী দুই থেকে তিনদিনের মধ্যে তামিলনাড়ু এবং কেরালার বিভিন্ন স্থানগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মাহী, পুদুচেরি এবং কারাইকলেও আজ একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইএমডি জানিয়েছে যে, এই অঞ্চলে আগামী দুইদিন বজ্রপাতসহ তীব্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তর-পশ্চিম এবং প্রতিবেশী মধ্য ভারতের মাটির তাপমাত্রা আগামী এক সপ্তাহ ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।

এদিকে, দিল্লি-এনসিআর অঞ্চলে বায়ু গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ‘ভীষণ খারাপ’ অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা পর্যন্ত অঞ্চলটির গড় একিউআই ছিল ৩৩৬।

এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০-এর মধ্যে হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মধ্যম’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘ভীষণ খারাপ’, এবং ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে একিউআই হলে তা ‘গম্ভীর’ হিসেবে বিবেচিত হয়।