বক্সার (বিহার), ৩১ ডিসেম্বর (হি.স.): বিহারের বক্সার কেন্দ্রীয় সংশোধনাগারের পঁাচিল টপকে পালাল পঁাচ বন্দি| পালিয়ে যাওয়া পঁাচ বন্দির মধ্যে পঁাচজনই সাজাপ্রাপ্ত বন্দি| একজন ফঁাসির সাজাপ্রাপ্ত| বাকি চারজনের যাবজ্জীবন হয়েছিল| শুক্রবার গভীর রাতে বক্সার কেন্দ্রীয় সংশোধনাগারের পঁাচিল টপকে যে পঁাজ জন বন্দি পালিয়ে যায়, তাদের নাম হল, প্রদীপ সিং (মোতিহারি), দেওধারি রাই (সরণ), সোনু পাণ্ডে (আরা), উপেন্দ্র শাহ (আরা) এবং সোনু সিং (বক্সার)|
গোটা ঘটনায় বক্সার কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে| এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য স্বরাষ্ট্র সচিব আমির সুভানি| পলাতক কয়েদিদের খেঁাজে নেমেছে পুলিশ|
2016-12-31