হাসিনার পতনের পর রাজনৈতিক সহিংসতায় প্রায় ৩০০ নিহত, দাবি অধিকার-রিপোর্টের

লতিফুর রহমান, ঢাকা, ২ নভেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন—এমনই চাঞ্চল্যকর দাবি করেছে মানবাধিকার সংগঠন অধিকার।
রবিবার প্রকাশিত তাদের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ২৮১ জন রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারান, পাশাপাশি ৪০ জনকে তথাকথিত ‘বিচারবহির্ভূত হত্যার’ শিকার হতে হয়েছে এবং ১৫৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে।
অধিকারের পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলান সাংবাদিকদের জানান, “হাসিনার পতনের পর মানবাধিকার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু দায়মুক্তি আর হেফাজতে নির্যাতনের সংস্কৃতি এখনো রয়ে গেছে। নির্দোষ মানুষকেও ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’-এর সঙ্গে সম্পর্কের অভিযোগে শিকার হতে হচ্ছে।”
প্রতিবেদন অনুযায়ী, বিএনপি, জামায়াতে ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—এই তিন সংগঠনকেও চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে জড়িত বলা হয়েছে। এলান বলেন, “পুলিশ বাহিনী কার্যত মনোবল হারিয়েছে, প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। হাসিনা পতনের পর পুলিশ অনেক জায়গায় নিয়ন্ত্রণ হারায়।” অন্তর্বর্তী সরকার কিংবা কোনো রাজনৈতিক দল এখনও এই প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।