সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে অটল সরকার: অমিত শাহ, অযোধ্যায় গড়বে এনএসজি হাব

মানেসর, ১৪ অক্টোবর: সন্ত্রাসবাদ দমনে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে মোদী সরকার—এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার মানেসরে অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি গার্ড-এর ৪১তম রেইজিং ডে উপলক্ষে ভাষণ দিতে গিয়ে একথা বলেন তিনি।

অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকার কোনও রকম আপস করছে না।”

তিনি জানান, দেশজুড়ে সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ রুখতে এনএসজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি নতুন এনএসজি হাব স্থাপন করা হবে বলে ঘোষণা করেন মন্ত্রী।

এছাড়াও তিনি বলেন, ইতিমধ্যে মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, আহমেদাবাদ ও জম্মু টাস্ক ফোর্সে ছয়টি এনএসজি হাব গড়ে তোলা হয়েছে। এই হাবগুলি জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযান প্রশিক্ষণ কেন্দ্র -এর শিলান্যাসও করেন। এই কেন্দ্রটি সন্ত্রাস মোকাবিলায় আধুনিক ও উন্নত প্রশিক্ষণ দেবে এনএসজি জওয়ানদের।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সরকারের এই পদক্ষেপ দেশীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।