আগরতলা, ১১ অক্টোবর: পাচারের আগে প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্বার করেছে বিশালগড় থানার পুলিশ। কিন্তু কোন নেশা কারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জানা গিয়েছে, আজ দুপুর তিনটা নাগাদ
বিশালগড় থানার পুলিশের কাছে খবর আসে নেতাজীনগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় বস্তা পড়ে রয়েছে। সে খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে প্রচুর পরিমানে ফেন্সিডিল উদ্ধার করা হয়। কিন্তু কোন নেশা কারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

