আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর শুরু, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতে হবে আলোচনা

নয়াদিল্লি, ৯ অক্টোবর: আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন এক সরকারি সফরে। সফরের মূল লক্ষ্য হলো ভারত-আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা এবং আঞ্চলিক বিষয়ে মতবিনিময়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, “আমরা আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করার অপেক্ষায় রয়েছি। দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।”

জানা গেছে, আমির খান মুত্তাকি এই সফরে ১৬ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন। সফরের সময় তাঁর পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই সফর পূর্বে পরিকল্পিত থাকলেও, শুরুতে মুত্তাকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভ্রমণ ছাড়পত্র না পাওয়ায় সফরটি বিলম্বিত হয়। পরবর্তীতে জাতিসংঘের কমিটি তাঁকে ভারত সফরের জন্য ছাড়পত্র দেয়, যার ফলে তাঁর সফর সম্ভব হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল ৩ অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে জানান, “আমরা আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং মুত্তাকি টেলিফোনে কথা বলেন। পাশাপাশি আমাদের যুগ্ম সচিব ও আফগান কর্মকর্তাদের মধ্যে আলোচনাও হয়েছে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্প হলে, সেই দিনই আমরা কুনার প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠাই এবং পরে চাবাহার বন্দরের মাধ্যমে আরও সাহায্য পৌঁছে দিই।”

সূত্র অনুযায়ী, মুত্তাকির সফরে মানবিক সহায়তা, পরিকাঠামো উন্নয়ন, এবং আফগানিস্তানে ভারতের ভূমিকাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই সফর দু’দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, বিশেষত বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে।