ওয়াশিংটন, ৫ অক্টোবর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক ঘাঁটি হিসেবে পরিচিত শিকাগো শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’ চালু করেছেন। এই পদক্ষেপ ঘিরে শহরে ব্যাপক ক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটছে। শনিবার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ওপর হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোতে ৩০০ জন ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন।
ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিত্জকার (JB Pritzker) জানান, “শিকাগোতে ফেডারেল সেনা মোতায়েনের প্রস্তাব আমরা বারবার প্রত্যাখ্যান করেছি। তবুও প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সিদ্ধান্তে ৩০০ জন ন্যাশনাল গার্ড পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, “আমেরিকার বিভিন্ন শহরে ক্রমবর্ধমান অরাজকতা দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে চোখ বন্ধ করে থাকতে পারেন না। কেন্দ্রীয় কর্মকর্তাদের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার জন্যই ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে।”
শনিবার রাতে শিকাগোতে একাধিক আইন প্রয়োগকারী কর্মকর্তার গাড়ি ঘিরে হামলা চালানো হয়। প্রায় ১০টি যানবাহন পুলিশ বাহিনীর কনভয়ে ধাক্কা দেয়। এ সময় পুলিশের গুলিতে এক নারী আহত হন।
মার্কিন স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোম বলেন, “শিকাগোতে আমাদের সাহসী আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলা হয়েছে। হামলাকারীরা আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বহন করছিল। আমি ঘটনাস্থলে নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান পরিচালনা করছি, অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হচ্ছে।”
চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, শনিবার থেকেই শিকাগোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনী রাসায়নিক উত্তেজক পদার্থ নিক্ষেপ করে। ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অবস্থান এবং কঠোর নীতির বিরুদ্ধেই এই বিক্ষোভের সূত্রপাত।
প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন প্রয়োগ জোরদার করতে একাধিক ডেমোক্র্যাট শাসিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা নিয়েছেন। তিনি এর আগে ওয়াশিংটন ডিসিতেও সেনা পাঠিয়েছিলেন। সাম্প্রতিক সপ্তাহে ট্রাম্প প্রশাসন শিকাগোর ২.১ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো প্রকল্পও স্থগিত করেছে। হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ওয়াট বলেন, “জাতিগত ভিত্তিতে চুক্তি বা তহবিল বণ্টন রোধের জন্যই এই প্রকল্পগুলো স্থগিত রাখা হয়েছে।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে, বিশেষত নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের সঙ্গে সংঘাতের মাত্রা বাড়তে পারে।
2025-10-05

