আগরতলা, ১৮ সেপ্টেম্বর:
বাংলাদেশী বলে অপবাদ তুলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কয়েকজন পরিযায়ী শ্রমিকের উপর চড়াও হয় দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে গত ১৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার গভীর রাতে খিলপাড়া বৈষ্ণবীচর এলাকায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছে ত্রিপ্রা মথা মাইনরিটি সেল।
বৃহস্পতিবার মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর আক্রান্ত শ্রমিকদের সঙ্গে নিয়ে কাকরাবন থানায় অভিযোগ দায়ের করেন তারা।
অভিযোগে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ স্থানীয় মিঠুন নন্দীর নেতৃত্বে প্রায় ৩০ জন দুষ্কৃতিকারী ওই শ্রমিকদের উপর হামলা চালায়। শ্রমিকদের মারধর করার পাশাপাশি তাদের কাছ থেকে টাকা-পয়সা ও ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। এমনকি শ্রমিকদের মালপত্র লুটপাটও করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাইনরিটি সেলের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
—

