আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১০ বছরের এক নাবালকের। ঘটনাটি ঘটেছে উদয়পুর টেপানিয়াতে।
জানা যায়, রাজদীপ দেবনাথ নামে ওই নাবালক আজ দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে জলে নেমেছিল। হঠাৎই জলের তলায় তলিয়ে যায় সে। সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার চেঁচামিচি। এলাকাবাসীরা পুকুরে নেমে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ছোট্ট রাজদীপের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা মা সহ পরিজনেরা। মৃতদেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

