দিল্লি মুখ্যমন্ত্রী সচিবালয়ে বোমা হুমকির ই-মেইল, পুলিশের সন্দেহ— ভুয়া হুমকি

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর – দিল্লি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে মঙ্গলবার দুপুরে একটি বোমা হামলার হুমকি সংক্রান্ত ই-মেইল আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ই-মেইলে উল্লেখ করা হয়েছিল যে, বিকেল ৩:৩০ টায় বিস্ফোরণ ঘটতে পারে। সঙ্গে সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড সচিবালয়ে পৌঁছে যায় এবং তল্লাশি শুরু করে। পাশাপাশি, মৌলানা আজাদ মেডিকেল কলেজ -এও একই ধরনের হুমকি ফোন আসে।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই হুমকি বার্তাটি পূর্ববর্তী কিছু ভুয়া হুমকির সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। সাইবার সেল ইতিমধ্যেই ই-মেইলটির উৎস শনাক্ত করার কাজ শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও ঝুঁকি না নিয়ে সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সচিবালয়ে বোমা হুমকির কথা বলা ই-মেইল পাওয়ার পরই, তৎক্ষণাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দল সচিবালয় ও এমএএমসি– দুই স্থানেই কাজ শুরু করে।

ঘটনাস্থলে অতিরিক্ত ডেপুটি কমিশনার (সেন্ট্রাল), এসিপি কামলা মার্কেট, ও আইপি এস্টেট থানার এসএইচও-সহ সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন। মৌলানা আজাদ মেডিকেল কলেজে আইপি এস্টেট থানার অতিরিক্ত ট্র্যাফিক অফিসার তদারকিতে ছিলেন। দু’টি এলাকাতেই প্রবেশ ও নির্গমন পথে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) নিধিন ভালসন এক বিবৃতিতে বলেন, “সচিবালয় এবং এমএএমসি— উভয় জায়গাতেই তল্লাশি চলছে। এখনো পর্যন্ত কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা করা হচ্ছে। আতঙ্কের কোনও কারণ নেই।”

তিনি আরও বলেন, সাইবার পুলিশের একটি বিশেষ দল ই-মেইলটির উৎস ও প্রামাণিকতা খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হুমকিটি আসলে অন্য কোনও রাজ্যের উদ্দেশে পাঠানো হয়ে থাকতে পারে। তবুও, পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সচিবালয় ও মেডিকেল কলেজ— দুই এলাকাতেই স্নিফার ডগ এবং প্রযুক্তিগত দলের সহায়তায় তল্লাশি চলছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ট্র্যাফিক পুলিশ এবং স্পেশাল সেল-ও এ বিষয়ে সহায়তা করছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে দিল্লি ও আশেপাশের বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক ভুয়া বোমা হুমকির ঘটনা ঘটেছে। ফলে প্রশাসনের পক্ষ থেকে আগেভাগেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।