ওড়িশার প্রবীণ বিজেডি নেতা ও বিধায়ক রাজেন্দ্র ঢোলাকিয়া প্রয়াত, বয়স ৬৯ বছর

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর : ওড়িশার নবাপাড়া থেকে নির্বাচিত প্রবীণ বিজু জনতা দল নেতা, সাবেক মন্ত্রী ও বর্তমান বিধায়ক রাজেন্দ্র ঢোলাকিয়া আজ সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি চারবার ওড়িশা বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং কয়েক মাস ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন।

ঢোলাকিয়ার প্রয়াণে বিজেপি, বিজেডি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শোক প্রকাশ করা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চারণ মজিহিও গভীর শোক ব্যক্ত করেছেন। মঙ্গলবার ঢোলাকিয়ার মরদেহ ভুবনেশ্বর নিয়ে আসা হবে এবং বিধানসভায় সাংসদরা তাকে শ্রদ্ধা জানাবেন।