নয়াদিল্লি/ইম্ফল, ৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সফরকে কেন্দ্র করে কংগ্রেস কড়া সমালোচনা করে একে “অপমানজনক” এবং “অসত্বর” আখ্যা দিয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, প্রধানমন্ত্রী মাত্র তিন ঘণ্টার জন্য মণিপুরে অবস্থান করবেন, যা রাজ্যের মানুষের প্রতি তাঁর উদাসীনতা এবং অসংবেদনশীলতার পরিচায়ক। তিনি এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, “প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়ে তাঁর অনুগামীরা অনেক প্রশংসা করছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তিনি মাত্র তিন ঘণ্টা—হ্যাঁ, মাত্র ৩ ঘণ্টা—মণিপুরে থাকবেন। এত কম সময়ে উনি আদৌ কী করতে পারেন?”
জয়রাম রমেশ আরও বলেন, “মণিপুরবাসী ২৯ মাস ধরে প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় রয়েছেন। এই সফর আসলে রাজ্যের জনগণের প্রতি এক চরম অবহেলা ও অসম্মানের প্রতিচ্ছবি।” উল্লেখযোগ্যভাবে, যদি সফরটি বাস্তবায়িত হয়, তবে ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সহিংসতা শুরুর পর এটাই হবে মোদীর প্রথম মণিপুর সফর। ওই সংঘর্ষে ২৬০-র বেশি মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।
সহিংসতার পর কেন্দ্র সরকার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করে এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন। রাজ্য বিধানসভা, যার মেয়াদ ২০২৭ পর্যন্ত, বর্তমানে ‘সাসপেন্ডেড অ্যানিমেশন’-এ রয়েছে।
গত সপ্তাহেই কংগ্রেস মোদীর সম্ভাব্য সফরকে “টু লিটল, টু লেট” বলে মন্তব্য করে বলেছিল, সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রের দেরি করা হস্তক্ষেপ প্রমাণ করে সরকার রাজ্যের প্রতি দায়িত্বশীল নয়। সম্ভাব্য সফরে প্রধানমন্ত্রী কিছু পুনর্বাসন প্রকল্প উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর, যদিও সরকারি ভাবে এখনও কোনও চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।

