ত্রিপুরা পুলিশের আইপিএস এবং টিপিএস স্তরে বদলি হলেন ৪৩ জন আধিকারিক

আগরতলা, ৬ সেপ্টেম্বর : ত্রিপুরা পুলিশের আইপিএস এবং টিপিএস স্তরে বদলি হলেন ৪৩ জন আধিকারিক। আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তী ইনচার্জ আইজি হিসেবে পদোন্নতি পেলেন। তিনি পুলিশের ইন্টেলিজেন্ট এবং সিকিউরিটি বিভাগের দায়িত্ব পেয়েছেন। আজ রাজ্য প্রশাসনের অবর সচিব জয় দত্ত বদলির বিজ্ঞপ্তিটি জারি করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস সঞ্জয় রায় কে ডিআইজি ক্রাইম হিসেবে বদলি করা হয়েছে। আইপিএস দিলীপ রায়কে ডেপুটেশনে মনিপুর বদলি করা হয়েছে। তেমনি, পিয়া মাধুরি মজুমদারকে পুলিশের ইকোনোমিক অফেন্স বিভাগের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া, রাজদীপ দেব এসপি হিসেবে পদোন্নতিতে পুলিশ সদর দপ্তরের দায়িত্ব পেয়েছেন।

শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, একাধিক আইপিএস প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন জেলায় এসডিপিও হিসেবে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে, কয়েকজন অভিজ্ঞ অফিসারকে গুরুত্বপূর্ণ দপ্তরে আনা হয়েছে।