আগরতলা, ২ সেপ্টেম্বর: আজ গোমতী জেলার বাগমার কিল্লা বাজারে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত মোট ২০০ পরিবারভুক্ত ৬১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁদের দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ বুঝে গেছেন যে বিজেপি ছাড়া রাজ্য ও দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, সিপিএম-কংগ্রেসের ৩৫ বছরের শাসনে হত্যা, সন্ত্রাস ও হিংসার রাজনীতি চলেছিল। কিন্তু বিজেপি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সিপিএম ও কংগ্রেসের আমলে জনজাতি সম্প্রদায়কে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হতো।
অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মণ্ডল সভাপতি অমর জমাতিয়াও উপস্থিত ছিলেন।

