পুলিশি তৎপরতায় রাজ্যের দুই অপহৃতা নাবালিকা উদ্ধার, আটক দুই অপহরণকারীও

আগরতলা, ২ সেপ্টেম্বর: অপহৃতা দুই নাবালিকা সহ অপহরণকারীদের আসাম থেকে রাজ্যে ফিরিয়ে আনা হলো পুলিশ। জানা গেছে গত শনিবার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক হিন্দু এবং এক মুসলিম নাবালিকা মেয়ে অপহরণ হয়। হিন্দু নাবালিকা মেয়েটিকে খয়েরপুর জব্বর মিয়ার ছেলে সাগর মিয়া এবং কাঞ্চনমালা এলাকার জলফু মিয়া মুসলিম নাবালিকা মেয়েটিকে জোরপূর্ব অপহরণ করে নিয়ে যায়। ঘটনা একই দিনে একই সময়ে ঘটে।

এদিকে জলফু মিয়া বিবাহিত যুবক যদিও তার স্ত্রী পর পুরুষের হাত ধরে দীর্ঘদিন আগেই পালিয়ে গিয়েছিল। ঘটনার পর দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে আমতলী থানার ওসি পরিতোষ দাসের বিশেষ তৎপরতায় তাদেরকে প্রথমে গুয়াহাটির জোড়াবাট ফাড়ি থানার পুলিশ আটক করে। পরে আমতলী থানার পুলিশ গোয়াহাটি থেকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বিমান যোগে দুই নাবালিকা মেয়েকে সহ অপহরণকারী জলফু মিয়া এবং সাগর মিয়াকে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হয়।

এদিকে অপহরণ হয়ে যাওয়া দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলী থানায় অপহরণকারীদের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে। বর্তমানে দুই অপহরণকারী আমতলী থানার লকাপে রয়েছে। এদিকে এই অপহরণের ঘটনায় দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন দুই অপহরণকারীর যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন।