বিশালগড়ে শিক্ষক আক্রান্ত, প্রতিবাদে সরব কংগ্রেস ও সিপিআইএম

আগরতলা, ২৬ আগস্ট : বিশালগড়ে শিক্ষক আক্রান্তের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও সিপিআইএম। বিজেপি সরকারের রাজত্বে বিশালগড়ের আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। এমনটাই অভিযোগ তুলে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।

প্রসঙ্গত, গতকাল স্কুল সেরে বাড়ি যাওয়ার পথে প্রকাশ্যে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে শিক্ষক রাজেশ সুর চৌধুরী উপর এলোপাতাড়ি আক্রমণ করেন দুষ্কৃতকারীরা। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি। এদিকে, খবর পেয়ে রাতেই সমাজদ্রোহীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানা দ্বারস্থ হলেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। ওই ঘটনায় গোটা বিশালগড় মহকুমা চড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

আজ ওই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও সিপিআইএম। বিজেপি সরকারের রাজত্বে বিশালগড়ের আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। এমনটাই অভিযোগ তুলে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস কর্মী বলেন, গতকাল রাতে বিশালগরের সুপরিচিত একজন শিক্ষককে এলোপাতাড়ি আক্রমণ করা হয়েছে। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে বিজেপির শাসনে সমাজে শিক্ষকরা তাঁদের যোগ্য সম্মান পাচ্ছেন না। উল্টো প্রকাশ্যে তাঁদেরকে আক্রমণ করা হচ্ছে। তাতেই প্রমাণিত বিশালগড়ে আইনশৃঙ্খলা এবং পুলিশ ব্যবস্থা কতোটা দূর্বল হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, গতকাল রাতে সাংবাদিকরা বিশালগড় হাসপাতালে আক্রান্ত হয়েছে। বিশালগড়ে জনগণ অরাজকতার পরিস্থিতিতে বাস করছে। এককথায়, গোটা বিশালগড়বাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই পুনরায় বিশালগড়ে আইনের শাসন ফিরিয়ে আনতে মহকুমা পুলিশ আধিকারিককের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।

পাশাপাশি, বিশালগড়ের চলমান বিভিন্ন বিষয় নিয়ে সিপিআইএমের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। এদিন এক বাম নেতা বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতা এসে সিপিআইএমের উপর আক্রমণ চালিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআইএমের অফিস ভাঙচুর এবং আগুন লাগানো হয়েছিল। বিগত দিনে বিজেপির দুষ্কৃতকারীদের দ্বারা সিপিআইএম কর্মী আক্রমণের শিকার হয়েছিল। ওই সময় সিপিআইএমের তরফ থেকে বলা হয়েছিল এই আক্রমণ শুধু কমিউনিস্টের উপরই সীমাবদ্ধ থাকবে না আগামীদিনে গোটা রাজ্যবাসীর উপর আক্রমণ করা হবে। এদিন তিনি আরও বলেন, বর্তমানে নেশাকারবার থেকে শুরু ব্যাভিচার সমস্ত কিছুতেই শাসকদল শিরোনাম কেড়ে নিয়েছে। শাসক দল অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। এখন নিজের দলের লোকদেরই আক্রমণ করতে একবারও ভাবছে না। এর বিরুদ্ধে গোটা রাজ্যবাসী একত্রে লড়াইয়ে এগিয়ে আসবেন, বলে দাবি করেন তিনি।