আগরতলা, ২৪ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে বিশাল সাফল্য মেলাঘর থানার পুলিশের। তৈবান্দাল চিন্তাহরন পাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে সিনটেক্স ড্রামের ভেতর লুকিয়ে রাখা ২৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা।
পুলিশ জানিয়েছে, তিনটি বড় ড্রাম ও দুটি বস্তার মধ্যে এই গাঁজা গুলি প্যাকেট করে রাখা হয়েছিল। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। প্রাথমিক অনুমান, চোরাকারবারিরা মাদক পাচারের উদ্দেশ্যে এখানে মজুত করেছিল।
এ বিষয়ে মেলাঘর থানার এক কর্মকর্তা জানান, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই। বিশাল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।’’
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার মাদক উদ্ধার হওয়ায় উদ্বেগ বাড়ছে। পুলিশের দাবি, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে এবং মাদক চক্রকে ধ্বংস করার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে।
2025-08-24

