ফটিকরায় কাঞ্চনবাড়ি রাস্তার অবস্থা খুবই বেহাল

আগরতলা, ১৪ আগস্ট : ফটিকরায় বিধানসভার সায়দারপার শিমুলতলা ভৈরব তলী এলাকায় ফটিকরায় কাঞ্চনবাড়ি রোডে উপর কিছু জায়গা রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন যান চালকরা। অতিবৃষ্টির কারণেও আরো বেশি সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন যান চালকরা।

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফটিকরায় বিধানসভার সায়দারপার শিমুলতলা ভৈরব তলী এলাকায় ফটিকরায় কাঞ্চনবাড়ি রোডে উপর কিছু জায়গা রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন যান চালকরা। এই বিষয়ে গঙ্গানগর পূর্ত দপ্তরের কোন হেলদোল নেই। এই রাস্তা বেহাল দশাটি বিগত কিছুদিন ধরে সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে যান চালকদের। এই রাস্তার কিছু অংশ
বিগত বছরের কয়েকবার মেরামত করা হয় কিন্তু কোন স্থায়ী সমাধান হয়নি। তারপরেও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ।

এলাকাবাসীদের দাবি, অতিসত্বর সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হোক। তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সামিল হবেন তাঁরা।