নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ শনিবার সন্ধ্যা নাগাদ কাশিপুরে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি গাড়ির শোরুমে হঠাৎ আগুন লাগে৷ তাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আগুন লাগার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে যান৷ তাদের প্রচেষ্টায় আগুন আয়ত্বে আসে৷ এরই মধ্যে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা৷ জানা গিয়েছে, পান্না হুন্ডাই নামে ঐ শোরুমে আগুন নেভানোর মত তেমন কোন পরিকাঠামো ছিল না৷ সে কারণে আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে৷ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ এইসব বিষয়ে প্রশাসনের নজরদারীর অভাব রয়েছে বলে অভিযোগ৷
এদিকে দক্ষিণ জেলার বিলোনীয়ায় বনকর এলাকায় একটি রাবার প্রসেসিং সেন্টারের গোদামে আগুন লাগে৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে৷ সেখানকার কর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গোদামে দুই লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়৷ আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি৷ তবে প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ডের সূত্রপাত৷
2016-12-11