এবার ডাকাতের ভূমিকায় অভিনয় করবেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি

nawajuddin-siddiquiমুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.) : পুলিশ অফিসারের পর এবার ডাকাতের ভূমিকায় অভিনয় করতে চলেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি| ছবির নাম দা কনফেশন অফ সুলতানা ডাকু| ছবিতে সুলতানা ডাকুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নওয়াজকে| লন্ডনের প্রোডাকশন হাউজ বিউটিফুল বে এন্টারটেনমেন্ট নওয়াজের সঙ্গে এই চুক্তি সই করেছেন| দা কনফেশন অফ সুলতানা ডাকু পরিচালনা করছেন হেরাজ মারফাতিয়া|
ছবির পরিচালক জানিয়েছেন, ছোটোবেলা থেকেই সুলতানা ডাকুর চরিত্রটি নওয়াজের স্বপ্ন| তিনি সারাজীবন না জেনেই এই চরিত্রটির জন্য তৈরি হয়েছেন| সুজিত সরাফের বই অবলম্বনে তৈরি হবে ছবিটি| স্বাধীনতার আগের ভারতবর্ষ নিয়ে বইটি লেখা| উত্তরপ্রদেশের ডাকাতদের নিয়ে বইটি লিখেছেন তিনি| তখনকার দিনে ডাকাতদের কাজকর্ম, তাদের জীবনযাত্রা ফুটে উঠেছে বইটিতে| চরিত্রটির জন্য নওয়াজ়ও একসাইটেড|
তিনি জানিয়েছেন, আজকাল ছোটোদের জন্য সুপারহিরো আছে| আমার কাছে সুলতানা সুপারহিরো| শীতের রাতে আমি ও আমার পরিবার গরম রাজ়াইয়ের মধ্যে ঢুকে বসে থাকতাম| আলো বলতে তখন ছিল শুধু একটি মোমবাতি| তখন আধুনিক ডাকাতের ভয়ে গ্রাম তটস্থ হয়ে থাকত| সেই সময় বাবার মুখে সুলতানা জীবন্ত হয়ে আমার কাছ আসত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *