ড্রোন হামলায় খতম আইএস জঙ্গি বৌবাক্কার আল হাকিম : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক

us-defence-deptt-copyদামাস্কাস, ১০ ডিসেম্বর (হি.স.): মার্কিন ড্রোন হামলায় খতম হয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি বৌবাক্কার আল হাকিম| মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নভেম্বর মাসের শেষ দিকে (২৬ নভেম্বর), আইএস অধিকৃত রাক্কার ৩০ কিলোমিটার উত্তরে আইন ইসা শহরে বৌবাক্কার আল হাকিমকে খতম করা গিয়েছে| ড্রোন হামলায় আইএস জঙ্গির মৃতু্য হলেও, মৃত জঙ্গি বৌবাক্কার আল হাকিম কিনা, তা অবশ্য এখনও নিশ্চিত নয়| তবে, মৃত জঙ্গিকে ‘শার্লি এবদো’ হামলার চক্রী বৌবাক্কার বলে নিশ্চিত করেছে রাক্কায় আইএস এবং বাশার আল আসাদ সরকার বিরোধী ‘বিয়িং স্লটারড সাইলেন্টলি’ সংগঠন|
২০১৫ সালের ৭ জানুয়ারি প্যারিসের ‘শার্লি এবদো’ পত্রিকার দফতরে জঙ্গি হামলার অন্যতম চক্রী ছিল বৌবাক্কার| গত বছর ২৬ জুন টিউনিশয়ায় বন্দুকবাজ হামলা চালাতেও মদত দিয়েছিল সে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *