নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): নোট বাতিল ইসু্যতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত| বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সহ
সমস্ত বিরোধী দলের হইচইয়ে, রাজ্যসভায় বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন| সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে এদিন কালাদিবস পালন শুরু করেন তৃণমূল সাংসদরা| আজকের দিনকে ‘কালাদিবস’ অ্যাখা দেন তৃণমূল সাংসদরা|
বিরোধীদের পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন, ‘কালাদিবস নয়, বিরোধীরা কালোটাকা দিবস পালন করছে|’ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| লোকসভার করিডরে দাঁড়িয়ে রাহুল বলেছেন, ‘ক্যাশলেশ ইকোনমির পিছনে আসলে উদ্দেশ্যটি হল, কিছু ব্যবসায়ীকে সুবিধে পাইয়ে দেওয়া| দেশের চরম ক্ষতি করেছে এই সিদ্ধান্ত| আমাকে যদি লোকসভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়, তাহলে সব পর্দা ফাঁস করবো| কীবে পেটিএম বিষয়টি আসলে পে-টু-মোদী|’