নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): নোট বাতিলের ফলাফল যাই হোক না কেন, শক্ত কাঁধে সামলে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে অর্থমন্ত্রী বলেছেন, ‘নোট বাতিলের ফলে সাধারণ মানুষের সাময়িক সমস্যা হচ্ছে ঠিকই, সমস্ত দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছে সরকার| ফলাফল যাই হোক না কেন, শক্ত কাঁধে সামলে নেবেন প্রধানমন্ত্রী|’
গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে নগদ লেনদেনের ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার| মোদী সরকারের এহেন সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ প্রথম দিকে সমস্যায় পড়েছিলেন ঠিকই, কিন্তু পরে সিংহভাগ সাধারণ মানুষই নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থণ জানিয়েছেন| তবে, নোট বাতিল ইসু্যকে হাতিয়ার করে সংসদে এখনও হৈচৈ করছে বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা|