আগরতলা, ৩১ মে : চুরি যাওয়া ৮টি বাইক, জলের পাম্প মেশিন, বৈদ্যুতিক তার সহ মন্দিরের জিনিস পত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে চোরকে আটক করে বোধজংনগর থানার পুলিশ।
ঘটনার বিবরণে পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে, বোধজংনগর থানার পুলিশ একটি বাইক চুরির তদন্তে নেমে মোট ৮টি বাইক সহ প্রচুর সামগ্রী উদ্ধার করেছে। সাথে সন্টু দাস নামে এক চোরকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রতন দাসের বাড়ি থেকে চুরি যাওয়া ৮ টি বাইক সহ অনেক জিনিস উদ্ধার করা হয়েছে। তার সাথে জড়িত রতন দাস এখনও পলাতক। উদ্ধারকৃত সামগ্রী এবং বাইকের মূল্য প্রায় সাত লক্ষ টাকা হবে জানান পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে।

