রাজ্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে কেন্দ্রের দ্বারস্ত সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ মে : রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। জেলা, মহকুমা এবং ডিজিস্টার ম্যানেজমেন্টকে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

গত দুদিন ধরে এ রাজ্যে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নদীতে জলস্ফীতি দেখা দিচ্ছে। তাতে বন্যার সম্ভাবনা প্রবল হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু জায়গা থেকে জল প্লাবিত হওয়ার খবর মিলেছে। মানুষজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে রাজের মুখ্যমন্ত্রী সাহার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী জানান, তিনি ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

আগামী ২-১ দিনের মধ্যেই সার্বিক বিষয় নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিগত বছরের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকেই সরকারের তরফ থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এ বছরও যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হন তাহলে সরকারের তরফ থেকে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, খোঁজ খবর নিয়ে জানা গেছে যেসব মহকুমায় নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে সেইসব মহকুমায় মহকুমা শাসক এবং জেলা শাসকরা ডিজিস্টার ম্যানেজমেন্ট এর স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। জেলা ও মহকুমা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

এছাড়াও, গত দুদিনে রাজ্যে অবিরাম বৃষ্টিতে রাজ্যের জাতীয় সড়কগুলির বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় সড়ক নির্মাণের কাজ চলছে। যার ফলে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে জনসাধারণকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি’র সঙ্গে টেলিফোনে কথা বলেন। রাজ্যের জাতীয় সড়কগুলির দ্রুত সংস্কার ও নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ জানান। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীগড়করি মুখ্যমন্ত্রীকে খুব দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।