আগামী ৩০ ও ৩১ মে কৈলাসহরে এসএফআই-এর ২১ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে

আগরতলা, ২৮ মে : আগামী ৩০ ও ৩১ মে কৈলাসহরে এসএফআই-এর ২১ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন এসএফআই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব।

এসএফআই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, মঞ্চের নামকরণ কমরেড সমর চক্রবর্তী নামে করা হবে। পাশাপাশি, সম্মেলনের নামকরণ করা হয়েছে প্রাক্তন সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদক প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির নগর নামে করা হয়েছে। ওই সম্মেলনে সারা রাজ্য থেকে মোট ৩৫০ প্রতিনিধি যোগদান করবেন। পাশাপাশি, শতাধিক ছাত্রী ওই সম্মেলনে অংশ করবে।

এদিন তিনি আরও বলেন, ওই সম্মেলনে উপস্থিত থাকবেন এসএফআই-এর প্রতিষ্ঠাতা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। তাঁর কথায়, ত্রিপুরায় নেশার রমরমা বাণিজ্য চলছে। প্রশাসন রমরমা বাণিজ্য বন্ধের কোনো পদক্ষেপ নিতে পারছে না।