এনডিএ মুখ্যমন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘অপারেশন সিন্দুর’, জাতিভিত্তিক শুমারি ও সুশাসন এজেন্ডায়

নয়াদিল্লি, ২৫ মে: জাতীয় গণতান্ত্রিক জোট শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের দিনব্যাপী বৈঠক আজ দিল্লির অশোক হোটেলে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা-সহ কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব।

সর্বমোট প্রায় ২০ জন মুখ্যমন্ত্রী ও ১৮ জন উপ-মুখ্যমন্ত্রী এই বৈঠকে অংশ নিচ্ছেন। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।

বৈঠকে আলোচনার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে ‘অপারেশন সিন্দুর’, আসন্ন জাতিভিত্তিক জনগণনা, মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি, এবং এনডিএ-শাসিত রাজ্যগুলির সুশাসনমূলক উদ্ভাবন।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা একনাথ শিন্ডে এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ‘অপারেশন সিন্দুর’-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এনডিএ প্রমাণ করেছে, যারা ভারতের সঙ্গে সংঘাতে আসে, তারা ধ্বংস হয় – এটা এখন শুধু বক্তব্য নয়, বাস্তবতা।”

তিনি আরও বলেন, অপারেশন সিন্দুর সাধারণ ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাস ও গর্বের সঞ্চার করেছে। “আমরা কেন্দ্রীয় সরকারের নীতি, আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বকে স্যালুট জানাই।”

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “শুধু রক্ত নয়, প্রধানমন্ত্রীর শরীরে গরম সিঁদুর বইছে — ১৪০ কোটির মানুষ আপনার সাহসিকতা ও দেশপ্রেমে গর্বিত।”

বিজেপি নেতা বিনয় সহস্রবুদ্ধে জানিয়েছেন,“বৈঠকে সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর ভূমিকাকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হবে। একইসঙ্গে আসন্ন শুমারিতে জাতিভিত্তিক তথ্য সংগ্রহের সিদ্ধান্তেরও প্রশংসা জানানো হবে।”

বৈঠকের একটি বড় অংশে এনডিএ শাসিত রাজ্যগুলির সেরা সুশাসনের মডেলগুলি উপস্থাপিত হবে। প্রত্যেক মুখ্যমন্ত্রী নিজ নিজ রাজ্যের সাফল্য ভাগ করে নেবেন।

এছাড়াও আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে: মোদী ৩.০ সরকারের প্রথম বর্ষপূর্তি, আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস (১০ম বর্ষ) এবং ইমারজেন্সির ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচি।

এই বৈঠকের মাধ্যমে এনডিএ সরকার আগামী দিনের রূপরেখা নির্ধারণে আরও একবার ঐক্যবদ্ধ মনোভাব তুলে ধরার বার্তা দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।