চেন্নাই, ২৪ মে : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্টালিন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “ডিএমকে কখনওই ইডি বা প্রধানমন্ত্রী মোদীর ভয়ে কাজ করে না।”
শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উদয়নিধি বলেন, মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের একমাত্র উদ্দেশ্য হল তামিলনাড়ুর প্রাপ্য অর্থ বরাদ্দ নিশ্চিত করা। তিনি বলেন, “তিনি রাজ্যের প্রয়োজনীয় অর্থের দাবি জানাতেই গেছেন। বিরোধীরা বরাবরের মতো বিষয়টি রাজনীতিকরণ করছে।”
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এআইএডিএমকে নেতা এডাপ্পাড়ি কে পালানিস্বামী সম্প্রতি দাবি করেন, গত তিন বছর ধরে নীতি আয়োগের বৈঠক বয়কট করে ডিএমকে সরকার রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ অর্থ সাহায্য হাতছাড়া করেছে। তিনি অভিযোগ করেন, এবার কেন্দ্রীয় সংস্থা, বিশেষত টিএএসএমএসি কাণ্ডে ইডির সাম্প্রতিক তৎপরতার জেরে আতঙ্কেই বৈঠকে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই অভিযোগকে উড়িয়ে দিয়ে উদয়নিধি পাল্টা বলেন, “আমরা ইডিকে ভয় পাই না। আগেও বলেছি — শুধু ইডি নয়, প্রধানমন্ত্রী মোদীকেও আমরা ভয় করি না।”
তিনি আরও বলেন, “আমাদের দল কোনও ভীতিপ্রদর্শনে মাথা নোয়ায় না। আমাদের দল কালাইঞ্জার (এম. করুণানিধি)-এর দ্বারা প্রতিষ্ঠিত, পেরিয়ারের আদর্শে গড়ে উঠেছে। যারা দোষী, তাদেরই ভয় পাওয়ার কারণ আছে। আমরা আইনত সমস্ত পরিস্থিতির মোকাবিলা করব।”
উল্লেখ্য, দিল্লিতে অনুষ্ঠিত নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের এই বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে নীতিগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী স্টালিনের উপস্থিতি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যার কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় সংস্থার ভূমিকাও।

