আরব সাগরে গভীর নিম্নচাপ, ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে অবনমন

ভুবনেশ্বর, ২৩ মে : আরব সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এখন শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একটি অবনমনে (ডিপ্রেশন) রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।

আইএমডি-র বিজ্ঞানী উমাশঙ্কর দাস জানিয়েছেন, বর্তমানে এই গভীর নিম্নচাপ দক্ষিণ কোকন অঞ্চলের উপর এবং পূর্ব-মধ্য আরব সাগরের কাছাকাছি অবস্থান করছে।

শুক্রবার একটি টুইটে দাস জানান, “আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজ শক্তি বাড়িয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণ কোকন ও পূর্ব-মধ্য আরব সাগরের কাছাকাছি রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একটি অবনমনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এই আবহাওয়াজনিত পরিবর্তন উপকূলীয় অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এতে বৃষ্টিপাত ও বাতাসের গতিপ্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।