আগরতলায় সফলভাবে অনুষ্ঠিত হল এনইআরপিসি-র ৫৫তম বাণিজ্যিক উপ-কমিটির সভা

আগরতলা, ২২ মে : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড (টিএসইসিএল) আজ এক গুরুত্বপূর্ণ সাফল্যের সাক্ষী রইল। আগরতলায় সোনারতরি রাজ্য অতিথিশালায় নিগমের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হল উত্তর-পূর্বাঞ্চলীয় আঞ্চলিক বিদ্যুৎ কমিটির (NERPC) ৫৫তম বাণিজ্যিক উপ-কমিটির সভা (CCM)। এই সভায় বিদ্যুৎ খাতের বাণিজ্যিক দিকগুলিতে আঞ্চলিক সমন্বয়, স্বচ্ছতা এবং ভবিষ্যত পরিকল্পনার দিক নির্দেশ পাওয়া যায়। সভার সভাপতিত্ব করেন এনইআরপিসি-র সদস্য সচিব শ্রী কে.বি. জগতাপ (আইইএস)। মঞ্চে তাঁর সাথে ছিলেন এনইআরপিসি-র পরিচালক শ্রী ডি.কে. বাউরি (আইইএস), টিএসইসিএল-এর ব্যবস্থাপনা অধিকর্তা শ্রী বিশ্বজিৎ বসু এবং অর্থ অধিকর্তা শ্রী সর্বজিত সিং ডোগরা।

অনুষ্ঠানটি শুরু হয় ‘গাছে জল দান’-এর মধ্য দিয়ে, যা পরিবেশবান্ধব বৃদ্ধি এবং স্থায়িত্বের প্রতীক। এরপর টিএসইসিএল-এর ব্যবস্থাপনা অধিকর্তা শ্রী বিশ্বজিৎ বসু স্বাগত ভাষণ প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে টিএসইসিএল-এর পক্ষ থেকে উত্তর-পূর্ব ভারতের বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁর দৃঢ় নেতৃত্বে সভাটির সার্বিক ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে। অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিকল্পনাকে সুসংহত করতে এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ — এমনটাই জানান টিএসইসিএল-এর পরিচালক (অর্থ) শ্রী সর্বজিত সিং ডোগরা। তিনি সঞ্চালন খাতে অর্থনৈতিক শৃঙ্খলা, পাওনাদি নিষ্পত্তি এবং ভবিষ্যৎ বিনিয়োগ কৌশল নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন। ডোগরার আর্থিক অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি আলোচনায় নতুন মাত্রা যোগ করে।

এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড সহ উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্যের প্রতিনিধিরা। কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA) এবং অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য বিদ্যুৎ সংস্থার সিনিয়র আধিকারিকরাও সভায় উপস্থিত ছিলেন।
আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল:রাজ্যগুলির মধ্যে ট্রান্সমিশন চার্জ নিষ্পত্তি ও উত্তোলনের অসামঞ্জস্যতা,সাব স্টেশনগুলিতে সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত আপগ্রেড, বকেয়া পাওনা এবং বাণিজ্যিক হিসাবের পুনর্মিলন। এছাড়াও আলোচনায় উঠে এসেছে, বোর্ড ও প্রতিষ্ঠান তহবিলে অবদানের অবস্থা, সঞ্চালন সম্পদের নগদীকরণ ও ভবিষ্যৎ পুঁজি পুনর্ব্যবহার মডেল।

সিইএ-র পরিচালক এক বিশদ উপস্থাপনায় ভবিষ্যতের বিনিয়োগ কৌশল ও সঞ্চালন সম্পদের নগদীকরণ নিয়ে আলোকপাত করেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বৈঠকের সমাপ্তিতে টিএসইসিএল-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (বাণিজ্যিক ও শুল্ক) শ্রীমতী সুজাতা সরকার সকল প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “টিএসইসিএল সব সময় আঞ্চলিক সহযোগিতা এবং বিদ্যুৎ খাতের উৎকর্ষতা বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” ৫৫তম সিসিএম উত্তর-পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ গ্রিডকে সুসংহত, স্বচ্ছ এবং উন্নয়নমুখী করে তুলতে অবদান রাখবে বলে অভিমত সকলের। টিএসইসিএল কে এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের সুযোগ দেওয়ার জন্য এই সংগঠনের তরফে এনইআরপিসি কে ধন্যবাদ জানিয়ে এবং সমস্ত প্রতিনিধিদের তাদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।