গর্ভধারিণী মায়ের উপর ছেলের অমানবিক অত্যাচার, পাশে দাঁড়ালেন রাজ্য মহিলা কমিশন

আগরতলা, ২২ মে : গর্ভধারিণী মায়ের উপর ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনের সামনে আসার পর নরে চড়ে বসে রাজ্য মহিলা কমিশন। বৃহস্পতিবার বিকেলে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্যারা লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে ঘটনার তদন্তের জন্য ছুটে গিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন ভজন বিশ্বাসের ছেলে টুটন বিশ্বাস তাঁর মা লক্ষ্মী বিশ্বাসের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। ১৩ মধ্যে গত কিছুদিন আগে টুটন বিশ্বাস তার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সেই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে রাজ্য মহিলা কমিশনের।তৎক্ষণাৎ বিষয়টি রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে আমতলী থানার পুলিশের নজরে দেওয়া হয়।

আমতলী থানার পুলিশ বুধবার লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে এসে তার সাথে কথা বলে যায়। এবার বৃহস্পতিবার বিকেলে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্যারা ছুটে আসেন লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে ঘটনার তদন্তের জন্য। যদিও লক্ষ্মী বিশ্বাসকে বাড়িতে পাওয়া যায়নি পরে মহিলা কমিশনের চেয়ারপার্সন স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা জানতে পারেন।

এদিন স্থানীয় এলাকাবাসীরা মহিলা কমিশনের চেয়ারপার্সনকে জানান, মায়ের উপর ছেলের এই নির্যাতনের কথা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা জানিয়েছেন মায়ের উপর ছেলের এই অমানবিক নির্যাতন কোনভাবেই মেনে নেবেন না রাজ্য মহিলা কমিশন তার জন্য মহিলা কমিশনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। জানাগেছে এই ঘটনা নিয়ে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এই ধরনের ঘটনায় টুটন বিশ্বাসের কঠোর শাস্তির দাবি উঠছে গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে।