নয়াদিল্লি, ২১ মে: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবাল সম্প্রতি কাটালেন এক রোম্যান্টিক “মিনিট ইন মালদ্বীপ”, আর সেই স্বপ্নময় মুহূর্তের ঝলক তাঁরা ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে। এই সফর ছিল তাঁদের বন্ধু নির্বাণ চৌধুরী ও অশ্রয়তা কার্কি চৌধুরী-র ১০তম বিবাহবার্ষিকী উদ্যাপনের উপলক্ষে।
ইনস্টাগ্রাম কারোসেলে প্রথম কয়েকটি ছবিতে দেখা যায় সোনাক্ষী ও জাহির তাঁদের বন্ধু দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায়। এরপর জাহিরকে দেখা যায় স্বচ্ছ নীল জলে সাঁতার কাটতে, আর সোনাক্ষী পোজ দিচ্ছেন একটি ডেকের উপর – একেবারে মালদ্বীপ ফিলিংস।
একটি অসাধারণ ছবিতে রাতের আকাশে তারার ঝলক, আর সবশেষে একটি ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট ফিল্মি ফ্রেমে সোনাক্ষী ও জাহির – সমুদ্র ও মেঘলা আকাশের পটভূমিতে, যেন এক নিখুঁত প্রেমের সিনেমা!
এই নবদম্পতির ‘ট্রাভেল জার্নি’ কিন্তু এখানেই থেমে নেই। অস্ট্রেলিয়া সফরের স্মৃতিও রয়েছে তাঁদের ইনস্টাগ্রামে। জানুয়ারিতে সোনাক্ষী একটি থ্রোব্যাক পোস্টে শেয়ার করেন সিডনিতে তোলা একটি রোম্যান্টিক ছবি – সিডনি অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তাঁদের ভালবাসামাখা মুহূর্ত।
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল ২০২৪ সালের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৬ সাল থেকেই। ২০২২ সালে তাঁরা একসঙ্গে অভিনয় করেন ‘ডাবল এক্সএল’ ছবিতে।

