রোহিত শর্মার ধোনি-স্টাইল টেস্ট বিদায় চেয়েছিলেন, কিন্তু বিসিসিআই রাজি হয়নি: রিপোর্ট

নয়াদিল্লি, ২১ মে: টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসরের সিদ্ধান্তে সকলকে চমকে দেওয়া রোহিত শর্মা আসলে মহেন্দ্র সিং ধোনির মতো একটি মধ্যবর্তী সিরিজে বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুরোধ খারিজ করে দেয়। স্কাই স্পোর্টস-এর একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, রোহিত ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথে অবসরের পরিকল্পনা করেছিলেন, ঠিক যেমন ধোনি ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে করেছিলেন। কিন্তু বিসিসিআই সেলেক্টররা সিরিজ চলাকালীন নেতৃত্বে ধারাবাহিকতা চেয়েছিলেন এবং রোহিতকে সফরে যাওয়ার সুযোগ দিলেও, অধিনায়ক হিসেবে নয়। সেই প্রস্তাবে সম্মত না হয়ে রোহিত অবসরের সিদ্ধান্ত নেন।

রোহিতের অবসরের কিছু দিনের মধ্যেই বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। দুই ক্রিকেট কিংবদন্তির হঠাৎ বিদায় বিসিসিআই -র জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ দলের অভিজ্ঞ নেতৃত্ব এক ধাক্কায় হারিয়ে গেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, বিসিসিআই নির্বাচকমণ্ডলী ইতিমধ্যেই শুভমান গিল ও ঋষভ পন্তের সঙ্গে ‘অনানুষ্ঠানিক আলোচনা’ করেছে পরবর্তী টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়ে।

আগামী ২৩ মে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে বলে জানা গেছে। যদিও গিল ও বুমরাহকে সম্ভাব্য অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে, এখনও কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

একজন নির্বাচক গিলের অধিনায়ক হওয়া নিয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করেছেন, কারণ গিলের জায়গা এখনো টেস্ট দলে স্থায়ী নয় বলে মনে করা হচ্ছে। তার জন্য আপাতত সহ-অধিনায়ক পদটাই বেশি উপযুক্ত বলে মত দিয়েছেন তিনি।

প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার মনে করেন, আইপিএলের চাপই তরুণদের জন্য সবচেয়ে কার্যকর “ক্যাপ্টেন্সি ট্রেনিং গ্রাউন্ড”। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে গিল যে নেতৃত্ব দিয়েছেন, তা জাতীয় দলের দায়িত্ব নিতে তাকে প্রস্তুত করেছে।

তিনি বলেন, “ধোনি, রোহিত ও বিরাটের মতো সুপার ক্যাপ্টেনদের স্তরে পৌঁছতে গিল, পন্ত বা শ্রেয়াসের মতোদের দুই বছর সময় লাগবে। তবে ইতিমধ্যে তারা ভালো নেতৃত্ব দেখাচ্ছে।”

বর্তমানে পন্ত লখনউ সুপারজায়ান্টসের, শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে আইপিএল-এ নেতৃত্ব দিচ্ছেন।

গাভাসকার আরও বলেন, “গিল বেশি ইনভলভড থাকে মাঠে, সিদ্ধান্তের সময় তৎক্ষণাৎ অ্যাকশন নেয়। পন্ত উইকেটের পেছন থেকে দারুণভাবে দলকে চালিত করে, আর আইয়ারও ইতিবাচক ক্যাপ্টেন।”