আগরতলা, ২০ মে: সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় সাব্রুম থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক এবং ভারতীয় দালাল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ১৯ মে গভীর রাতে সাব্রুমের ভারত – বাংলাদেশ সীমান্ত আনন্দ পাড়া নজরুল পার্ক এলাকা দিয়ে এক বাংলাদেশী ও এক ভারতীয় নাগরিক অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় সাব্রুম থানার পুলিশ ও ১১৪ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা আটক করে। ধৃতরা দুজনেই খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা হয়ে সাব্রুম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল। ধৃতরা হলো রুবেল চন্দ্র দাস, বাড়ি বাংলাদেশের ফেনীতে। অপরজন দুলাল দাস, বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে।

