নয়াদিল্লি, ২০ মে — আজ ভারতের সর্বোচ্চ আদালতে ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানানো একাধিক আবেদনের শুনানি হবে। প্রধান বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচূড়ের স্থানে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বি. আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-এর দ্বৈত বেঞ্চ এই মামলার শুনানি করবেন।
আবেদনে তিনটি মূল বিষয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশনার অনুরোধ জানানো হয়েছে। প্রথমত, আদালতের মাধ্যমে, ব্যবহারকারীর মাধ্যমে এবং তথ্যের ভিত্তিতে ওয়াকফ ঘোষিত সম্পত্তির সরকারি বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা আদালতের হাতে থাকবে কি না, সে বিষয়ে আদালত নির্দেশ দিতে পারে।
দ্বিতীয়ত, রাজ্য ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ পরিষদের গঠনের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদকারীদের দাবি, পদাধিকারভুক্ত সদস্য ছাড়া কেবলমাত্র মুসলিম ব্যক্তিদেরই এই সংস্থাগুলিতে সদস্য হওয়ার অনুমতি দেওয়া উচিত।
তৃতীয়ত, একটি সংশোধিত ধারা নিয়ে আপত্তি জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে, তদন্তের পর জেলা প্রশাসক যদি মনে করেন যে কোনও সম্পত্তি সরকারি জমি, তবে তা ওয়াকফ হিসেবে গণ্য হবে না।
গত শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়েছিলেন যে, আদালত ১৯৯৫ সালের মূল ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে নয়, শুধুমাত্র ২০২৫ সালের সংশোধনের বৈধতা নিয়েই শুনানি করবে।
এই প্রসঙ্গে উল্লেখ্য, এই শুনানি পূর্বে ১৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ, ২০ মে করা হয়েছে।

