আগরতলা, ২০ মে: ত্রিপুরায় নিরীহ মানুষদের প্রশাসনের কাছে বিচার চাওয়ার অধিকার নেই। জনগণের ব্যক্তি স্বাধীনতার উপর ক্রমাগত করা হচ্ছে। এর বিরুদ্ধে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। গতকাল অর্থাৎ সোমবার মাতাবাড়ি চত্বরে হেনস্তার শিকার হয়েছন নৃত্যশিল্পি সানু মালাকার। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এমনটাই প্রতিক্রিয়া দিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী।
এদিন তিনি বলেন, আগরতলা বেলতলির বাসিন্দা সানু মালাকার নিজের শিল্প সত্বাকে কাজে লাগিয়ে টাকা রোজগার করে গরিবদের সাহায্য করে চলছে। রাস্তায় বিভিন্ন জায়গায় তাঁর নৃত্যকলা পরিবেশন করে সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করে। কিন্তু সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে গতকাল ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে এক অসহায় বৃদ্ধা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হন সে। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে মন্দির চত্বরে নৃত্যকলা দেখিয়ে বৃদ্ধা মহিলাকে সাহায্য করতে গিয়ে এক হিন্দুত্ববাদীর হাতে আক্রমণের শিকার হয়েছেন। একসময় সানুর উপর চড়াও হয় সে। সানুর অপরাধ সে মন্দির চত্বরে অন্য ধর্মের গান চালিয়ে নৃত্য দেখাচ্ছিলেন। তার কারণে এমনকি তাকে জেহাদিও বলা হয়েছিল। তাকে ব্যাপক মারধর ও করা হয়েছে। আশ্চর্যের বিষয়, প্রশাসনের তরফ থেকে এবিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে জনগণের ব্যক্তি স্বাধীনতার উপর ক্রমাগত করা হচ্ছে। ত্রিপুরায় নিরীহ মানুষদের প্রশাসনের কাছে বিচার চাওয়ার অধিকার নেই। এর বিরুদ্ধে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।

